মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
শনিবার, ২১ মার্চ, ২০২০
Death to Life (সুরা : মুমিনুন, আয়াত : ১৫-১৬)
পুনরুত্থান : মৃত ব্যক্তিদের কবর থেকে আবার জীবিত করা হবে।
সব মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। তাদের পোশাক ও জুতা এক জায়গায় একত্র করা
হবে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই
তোমাদের এরপর মৃত্যুবরণ করতে হবে। অতঃপর নিশ্চয়ই তোমাদের কিয়ামতের দিন আবার উঠানো
হবে। (সুরা : মুমিনুন, আয়াত :
১৫-১৬)।
বুধবার, ১৮ মার্চ, ২০২০
অশ্লীলতা (Indecency)
অশ্লীলতার প্রথম ধাপ হিজাব পালন না করা। অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত না করা।
রবিবার, ৮ মার্চ, ২০২০
আল্লাহর জিকির বা স্মরণ :-
অন্য আয়াতে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হতে নিষেধ করা হয়েছে। আল্লাহ
বলেন, "তোমরা দুজন আমার স্মরণে শৈথিল্য কোরো
না। " (সুরা : ত্বহা, আয়াত :
৪২)
সাধক আলেমরা বলেন, আল্লাহর জিকির বা স্মরণ অন্তরের
ইবাদত। তা অন্তরকে সজীব রাখে এবং অঙ্গ-প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্যের অনুগামী করে।
তাঁরা ‘আল্লাহর স্মরণ’কে ইবাদতের
অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবেও আখ্যা দেন। আল্লাহ বলেন, "আমার স্মরণার্থে সালাত কায়েম করো। " (সুরা : ত্বহা, আয়াত : ১৪)
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)