অন্য আয়াতে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হতে নিষেধ করা হয়েছে। আল্লাহ
বলেন, "তোমরা দুজন আমার স্মরণে শৈথিল্য কোরো
না। " (সুরা : ত্বহা, আয়াত :
৪২)
সাধক আলেমরা বলেন, আল্লাহর জিকির বা স্মরণ অন্তরের
ইবাদত। তা অন্তরকে সজীব রাখে এবং অঙ্গ-প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্যের অনুগামী করে।
তাঁরা ‘আল্লাহর স্মরণ’কে ইবাদতের
অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবেও আখ্যা দেন। আল্লাহ বলেন, "আমার স্মরণার্থে সালাত কায়েম করো। " (সুরা : ত্বহা, আয়াত : ১৪)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন