home

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

সুদান ও ইসরাইল সম্পর্ক



 কাছে টানার চেষ্টা করছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ইসরায়েলের প্রতিনিধিদল সুদানে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শিগগিরই আরব-নিয়ন্ত্রিত আফ্রিকার এই দেশটির সঙ্গে ইসরায়েল চুক্তি করতে পারে। বিশেষ করে ইসরায়েলি প্রতিনিধিদলের এই সফরে সেই সম্ভাবনা আরো বেড়েছে।
জানা গেছে, গত বুধবার তেল আভিভ থেকে একটি বিমান সুদানে যায়। বার্তা সংস্থা এএফপি এবং আল-জাজিরা বিষয়টি বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়েছে।
সুদান সরকারের একটি সূত্র জানিয়েছে, সুদানের রাজধানী খারতুমে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সফর করেছে। সুদানের ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিলের চেয়ারম্যান আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে তারা কথা বলেছেন। 
সুদান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে কেউ মুখ খুলতে রাজি নন। 
 Source:   Al Jazira


Source: BD News 24X7


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন