বিশ্বের, মুসলিম বিশ্বের এবং ফ্রান্সের শান্তির জন্য ফ্রান্সের ভাবা উচিৎ । হয় তো মুসলিমের মেরে ফ্রান্স যথেষ্ট করতে পারবে কিন্তু ফ্রান্সের এবং সমগ্র বিশ্বের কি কিছুই ক্ষতি হবে না ? সে কারনেই বলছি তাদের তথা বিশ্বের ভাবা দরকার যে , বাক স্বাধীনতা মানে কারও ধর্ম বিশ্বাসে আঘাত করা নয় । অথচ বলা হয় ফ্রান্স গনতন্ত্রের দেশ ।এ সমস্যার সমাধানের জন্য ক্ষমা চাওয়া উচিৎ।ফ্রান্সের পণ্য বয়কটের রেশ বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে । মুসলমানেরা আশা করেন আমাদের নবী সঃ কে যেন অপমান না করা হয়।
বাংলাদেশেও পণ্য বয়কটের প্রচারপত্র :
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন